Site icon Jamuna Television

রাজশাহীতে ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু

রাজশাহীতে ৩ মাসে সর্বনিম্ন মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন পজেটিভি ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত দু’দিনের তুলনায় রাজশাহীতে আক্রান্তের হার বেড়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত তিনমাসের মধ্যে রামেক হাসপাতালে এটিই সর্বনিম্ন মৃত্যু।

মৃত সাতজনের মধ্যে রাজশাহীর পাঁচ এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে কয়েক জেলায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলেই মারা গেছে আরও ১৪ জন। তাদের মধ্যে ৮ জন পজেটিভ ও ৬ জন উপসর্গধারী ছিলেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রাণ গেছে ৫ জনের। আরও ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। তাদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া, চট্টগ্রামে ৪, ফরিদপুরে ৪, লক্ষ্মীপুর ও ঠাকুরগাঁওয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

এনএনআর/

Exit mobile version