Site icon Jamuna Television

বার্সেলোনায় ফিরেছেন মেসি-নেইমার!

পুরনো ছবি।

পরিবার নিয়ে বার্সেলোনায় ফিরেছেন লিওনেল মেসি। ছুটি কাটাতে সাথে বন্ধু নেইমারকেও নিজ বাড়িতে নিয়ে গেছেন মেসি।

শুক্রবার ব্রেস্তের বিপক্ষ ম্যাচে পিএসজির একাদশে রাখা হয়নি মেসি ও নেইমারকে। প্যারিসের ক্লাবটির পরবর্তী ম্যাচ ৩০ আগস্ট। তাইতো কিছু দিনের ছুটি পেয়েছেন মেসিরা। সেটি কাজে লাগাতেই শুক্রবার বাবা, স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বার্সেলোনায় ফিরেছেন মেসি। বিমানবন্দর থেকে সরাসরি বার্সেলোনায় নিজের বাড়িতে ফিরেছেন মেসি।

ইউরোপের গণমাধ্যম বলছে ছুটি কাটাতে সাথে বন্ধু নেইমারকেও নিজের বাড়িতে নিয়ে এসেছেন মেসি। গুঞ্জন শোনা যাচ্ছে মেসি, নেইমারকে সঙ্গ দিতে সাবেক বার্সা সতীর্থ সুয়ারেজও তাদের সাথে যোগ দিতে পারেন। ছুটি শেষে দ্রুতই প্যারিসে ফিরবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

Exit mobile version