Site icon Jamuna Television

প্রথমবারের মতো কুচকাওয়াজ করেছে তালেবান

সামরিক পোষাকে এই প্রথমবারের মত তালেবানকে মার্চ পাস্ট করতে দেখা গেলো।

আফগানিস্তানের জাবুল প্রদেশের কালাত অঞ্চলে প্রথমবারের মত ইউনিফর্ম পরিহিত হয়ে কুচকাওয়াজ করেছে তালেবান।

পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ জাবুল প্রদেশে প্রথমবারের মতো ইউনিফর্ম পরে কুচকাওয়াজ করে তালেবান সদস্যরা। কয়েকশ তালেবান সদস্য অংশ নেয় এই কুচকাওয়াজে। সাদা ইউনিফর্ম পরিহিত এসব তালেবান যোদ্ধার হাতে দেখা যায় অত্যাধুনিক অস্ত্র।

ধারণা করা হচ্ছে, তালেবান বাহিনীর আনুষ্ঠানিক ইউনিফর্ম হতে পারে এই পোশাক। সাধারণত আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাকেই লড়াই করে তালেবান সদস্যরা।

/এসএইচ

Exit mobile version