Site icon Jamuna Television

রশিদ খানের গালে আফগানিস্তানের পতাকা

ছবি: সংগৃহীত

আফগানদের বাঁচাতে আকুতি জানিয়েছিলেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। আফগানিস্তানের দখল তালেবান নিয়ে নেয়ার পর নিরপরাধ মানুষের উপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্ব-নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই লেগ স্পিনার। এখনও লঙ্ঘিত হচ্ছে তার দেশের মানবাধিকার। তালেবান-আফগানিস্তানের মধ্যকার এই গুরুতর পরিস্থিতিতে খেলার মাঠে রশিদ খানও দিলেন এক নীরব বার্তা। গালে আফগানিস্তানের পতাকা এঁকে মাঠে নেমেছিলেন এই তারকা লেগ স্পিনার।

গতকাল (২০ আগস্ট) দ্য ওভালে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড’এ রশিদ খানের দল ট্রেন্ট রকেটস মুখোমুখি হয়েছিল সাউদার্ন ব্রেভের। ট্রেন্ট রকেটস ম্যাচটি হারলেও রশিদ খান তার দেশের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন এবং চেষ্টা করেছেন সেখানে ঘটতে থাকা মানবিক বিপর্যয়ের দিকে সবার দৃষ্টি ফেরাতে।

গত ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবসে এক টুইট বার্তায় রশিদ লিখেছিলেন, আমাদের জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার এটাই সময়। সাধারণ মানুষের আত্মত্যাগকে আমরা ভুলবো না।

এছাড়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টের মাঝেই সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের সাথে আলাপচারিতায় রশিদ প্রকাশ করেছিলেন আফগানিস্তানে চলমান সংঘাতে নিজ পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বেশ শঙ্কিত।

Exit mobile version