Site icon Jamuna Television

বনানীর আগুন নিয়ন্ত্রণে

চেয়ারম্যানবাড়ি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে।

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত আনন্দ টিভির ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর মোট ১৫টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার কাছাকাছি সময়ে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে এমিকনের কেমিক্যাল ছিল। ভবনে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থাই ছিল না। ভবনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন ফায়ার ফাইটাররা। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিল্ডিংয়ের দুটি ফ্লোরে আগুন লেগেছিল।

এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এরপর বনানী ফায়ার স্টেশন থেকে ১০টা ১৪ মিনিটে ৪টি ইউনিট সেখানে পৌঁছায়। পরবর্তীতে পালাক্রমে তেজগাঁও ও কুর্মিটোলা স্টেশন থেকে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

এদিকে চেয়ারম্যানবাড়ি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, চেয়ারম্যানবাড়ি এলাকায় অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। আনন্দ টিভির ভবনে আগুন লাগায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং পরবর্তীতে ট্রেড লাইসেন্স পুনরায় নবায়ন করতে হলে বিল্ডিং কোড মেনে আবেদন করতে হবে।

ইউএইচ/

Exit mobile version