Site icon Jamuna Television

কুমিল্লায় হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন দেবে এসএএস গ্রুপ

এসএএস এর অক্সিজেন প্ল্যান্ট।

কুমিল্লা ব্যুরো:

হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন দেয়ার ঘোষণা দিয়েছে কুমিল্লার শিল্প প্রতিষ্ঠান শফিউল আলম গ্রুপ (এসএএস গ্রুপ)। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২১ আগস্ট) দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রতিষ্ঠানটির ফ্যাক্টরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো হাসপাতাল যদি বিনামূল্যে রোগীদের অক্সিজেন দিতে চায় তবে ওই হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করবে এসএএস গ্রুপ।

সেখানে আরও জানানো হয়, প্রতিষ্ঠানটির কারখানায় বর্তমানে প্রতিঘণ্টায় পাঁচশ কিউবিক লিটার অক্সিজেন উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্ট আছে যেখানে উৎপাদিত অক্সিজেনের মান ৯৯.৯।

সংবাদ সম্মেলন ভার্চুয়ালি বক্তব্য রাখেন এসএএস গ্রুপের চেয়ারম্যান শফিউল আলম। এছাড়া, লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অডিট বিভাগ) প্রবন দাশ।

/এস এন

Exit mobile version