Site icon Jamuna Television

পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ

পরীমণিকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন আবেদন না করলেও এজলাসে পরীমণির সাথে আইনজীবীরা আলোচনা করার আবেদন করেছিলেন। আইনজীবীদের সেই আবেদন নাকচ করে দেন আদালত। পাশাপাশি সিআইডি নতুন করে আর রিমান্ড আবেদন না করায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে তৃতীয় দফায় রিমান্ড শেষে আবারও আদালতে হাজির করা হয় পরীমণিকে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড শেষে পরীমণির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে এই নায়িকাকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।

Exit mobile version