Site icon Jamuna Television

রাজধানীতে অর্ধকোটি টাকা মূল্যের আইস জব্দ, আটক ১০

রাজধানী থেকে অর্ধকোটি টাকা মূল্যের মাদক 'আইস' উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রাজধানীর বসুন্ধরা-বারিধারা এলাকা হতে অর্ধকোটি টাকা মূল্যের মাদক ‘আইস’ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ভয়ঙ্কর মাদক ক্রিসটাল মেথ বা আইস ও ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়।

শনিবার (২১ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা উত্তর অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অধিদফতরের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার ১০ জনই মাদকসেবী ও ব্যবসায়ী। তারা বনানী, গুলশান ও বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। ১০ জনের মধ্যে দু’জন নারী মাদক ব্যবসায়ীও আছে।

গ্রেফতার প্রত্যেকে অভিজাত পরিবারের। তাদের গার্মেন্টস ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। মাদক আইসের নেটওয়ার্ক ধরতে রিমান্ডে নেওয়ার কথাও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

ইউএইচ/

Exit mobile version