Site icon Jamuna Television

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মেক্সিকোর এক সাংবাদিক।

নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মেক্সিকোর এক সাংবাদিক। বৃহস্পতিবার ভেরাক্রুজ প্রদেশে হত্যা করা হয় জাসিন্তো রোমেরো নামের ওই সাংবাদিককে।

গণমাধ্যম জানায়, গাড়ি নিয়ে বের হবার সময় হামলা হয় তার ওপর। স্থানীয় একটি রেডিওতে রাজনীতি ও ক্রাইম বিটে কর্মরত ছিলেন রোমেরো।

সহকর্মীদের দাবি, বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন তিনি। পেশাগত কারণেই রোমেরোকে হত্যা করা হয়েছে বলেও ধারণা তাদের। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে সাংবাদিকরা।

মেক্সিকোয় চলতি বছরই হত্যাকাণ্ডের শিকার হন পাঁচ সংবাদকর্মী। পরিসংখ্যান বলছে, ২০০০ সাল থেকে দেশটিতে হত্যা করা হয়েছে ১৪১ সাংবাদিককে।

ইউএইচ/

Exit mobile version