Site icon Jamuna Television

পিরোজপুরে বোনের হাতে বোন খুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় বোনের হাতে ছোট বোন খুন হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার পাড়েরহাট বন্দরে এ ঘটনা ঘটে। নিহত মাকনু আক্তার (৪০) প্রাথমিক বিদ্যালয়ের অপসরপ্রাপ্ত একজন শিক্ষক এবং ঢাকায় বাস করেন।

নিহতের স্বামী কামাল হোসেন জানান, মৃত আব্দুর রব তালুকদারের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার স্ত্রী মাকনু এবং তার স্ত্রীর বড় বোন কামরুন্নাহার মিনুর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাদের মধ্যে বাড়িতে সালিশ হওয়ারও কথা ছিল। তাই গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে তিনি পাড়েরহাটে আসেন। এরপর সালিশ না হওয়ায় আজ তিনি স্ত্রীকে নিয়ে ইন্দুরকানী থানায় অভিযোগ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মিনু এবং তার দুই মেয়ে ও এক ছেলে মিলে মাকনুকে বেধড়ক পেটাতে শুরু করে। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম শামীম আহমেদ জানান, এ ঘটনায় মিনু এবং তার তিন সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Exit mobile version