Site icon Jamuna Television

দেশে নিম্নমুখী করোনায় মৃত্যু ও শনাক্তের হার

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৫ হাজার ১৪৩ জনের। করোনা শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ১২০ জনের মধ্যে পুরুষ ৬৯ জন এবং নারী ৫১ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৪০ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ২৭ জন, খুলনায় ১৫ জন, সিলেটে ১৩ জন, বরিশালে ৩ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ৯ জন ও রংপুরে ৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version