Site icon Jamuna Television

কক্সবাজারে বাস খাদে, নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত এবং আরও আটজন আহত হয়েছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু পুরাতন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রামু পুরাতন বাইপাসে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা আটজনকে উদ্ধার করে রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, আসমা পরিবহনের দুর্ঘটনা কবলিত বাসটি এই রুটের গাড়ি নয়। ধারণা করা হচ্ছে, বাসটি পর্যটক নিয়ে কক্সবাজার গিয়েছিল।

/কিউএস

Exit mobile version