Site icon Jamuna Television

আরও উন্নত চিকিৎসার জন্য হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

হাসান আজিজুল হককে আরও উন্নত এবং সমন্বিত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দফতর তার চিকিৎসায় সার্বিক সহায়তা করছে।

শনিবার (২১ আগস্ট) সকালে চিকিৎসার জন্য রাজশাহী থেকে হেলিকপ্টারযোগে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আনা হয়েছে তাকে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন হাসান আজিজুল হক। পরিচিত মানুষদের চিনতেও সময় নিচ্ছেন তিনি। এছাড়া তার চলাফেরায়ও অন্যদের সাহায্যের প্রয়োজন হচ্ছে।

Exit mobile version