Site icon Jamuna Television

তৎকালীন সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের রক্ষায় সেইদিন পুলিশ লাঠি চার্জ করেছিলো। একইসাথে হামলার পর আলামতগুলো মুছে ফেলারও চেষ্টা হয়েছিল। তবে ঘটনাস্থলের সেই দিনের আলামতগুলো প্রাথমিকভাবে আওয়ামী লীগ রক্ষা করেছিল বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বারবার হামলায় মৃত্যুর মুখোমুখি হয়েও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছি।

Exit mobile version