Site icon Jamuna Television

আবারও সাফ চ্যাম্পিয়নশীপের সূচীতে পরিবর্তন

তিন দিনের মধ্যে আবারও পরিবর্তন আসলো আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপের সূচীতে।

আনুষ্ঠানিক ঘোষনার তিন দিনের মধ্যে আবারও পরিবর্তন আসলো আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপের সূচীতে। এবার ১৩ অক্টোবরের বদলে ১৬ অক্টোবর হবে আসরের ফাইনাল।

এর আগের সূচীতে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি ম্যাচ ডে’র পর একদিন বিরতি দিয়ে আবারও খেলা রাখা হয়েছিল। যেখানে অধিকাংশ দলেরই ৫ দিনে ৩ ম্যাচ খেলতে হতো। তাই খেলার মানের কথা আর ফুটবলারদের উপর চাপ কমাতে প্রতি ম্যাচ ডে’র পর দুই দিন বিরতি রাখা হয়। সকল দেশের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সাফের সাধারণ সম্পাদক।

নতুন সূচীতে বাংলাদেশের খেলা শুরু হবে ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপ আর ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জেমি ডে শিষ্যরা।

Exit mobile version