Site icon Jamuna Television

এখনও মানবেতর পরিস্থিতি কাবুল বিমানবন্দরে

আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় তপ্ত রোদে শিশুকে নিয়ে অপেক্ষা।

হাজার হাজার মানুষের চাপে এখনও অরাজক পরিস্থিতি বিরাজ করছে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে। কাঁটাতার পার হয়ে বিমানবন্দরে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়েছেন শিশুসহ অনেকে।

যেকোনো মূল্যে দেশ ছাড়তে মরিয়া আফগানরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিমানবন্দরে প্রবেশের। মানুষের ঢল সামলাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন আর ব্রিটিশ সেনাদের। বিশৃঙ্খলা ঠেকাতে দফায় দফায় গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে চরম মানবেতর পরিস্থিতি কাবুল বিমানবন্দরে।

গত কয়েকদিনে কাবুল বিমানবন্দরে প্রাণ গেছে অন্তত ১২ জনের। ন্যাটোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১২ হাজারের মতো বিদেশি ও আফগান নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

এরই মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালিসহ বেশ কিছু ইউরোপীয় দেশে আশ্রয় পেয়েছে কয়েক হাজার আফগান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ পর্যন্ত আড়াই হাজার মার্কিনীসহ ১৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে দেশটি।

/এস এন

Exit mobile version