Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে আট হাজারের বেশি মৃত্যু

করোনা ও উপসর্গে কয়েক জেলায় অর্ধশতাধিক মৃত্যু

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আরও সাড়ে আট হাজারের বেশি মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। এতে মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৪ লাখ ৩৫ হাজার।

দৈনিক প্রাণহানিতে এখনও সবার ওপরে ইন্দোনেশিয়া। এদিন ১ হাজার ৩৬১ জন মানুষের মৃত্যু লিপিবদ্ধ করলো দেশটি। পরের অবস্থানে রাশিয়া। ৮০০’য়ের মতো প্রাণহানি হয়েছে সেখানে। ৭৬১ জন মারা গেছে মেক্সিকোয়। এদিন ব্রাজিলে ৫৮৫ আর ইরানে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। ফিলিপাইন ও ভারতে মারা গেছে প্রায় ৪০০ জন।

আবারও ৫০০ মানুষের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দৈনিক সংক্রমণ শনাক্তের দিক থেকেও শীর্ষে আছে দেশটি। শনিবার ৯১ হাজারের কাছাকাছি করোনা পজেটিভ চিহ্নিত হয়েছে সেখানে।

এদিন বিশ্বে মোট ৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ২১ লাখের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version