Site icon Jamuna Television

মাঝরাতে বিকল হয়ে পদ্মায় ভাসছিলো পিকনিকের ট্রলার, পুলিশের সহায়তায় উদ্ধার

ট্রলার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিবর্গ।

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে মাঝরাতে পদ্মানদীতে বিকল পিকনিকের ট্রলার থেকে ৩৫ ভ্রমণপিপাসুকে উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। পাবনার ঈশ্বরদী থানা পুলিশ ও নৌ পুলিশের তৎপরতায় প্রচণ্ড স্রোতের মাঝে ভাসতে থাকা ট্রলার থেকে তাদের উদ্ধা করা হয়।

শনিবার (২১ আগস্ট) রাতে ৩৫ জন লোক নিয়ে ঈশ্বরদী থানা সংলগ্ন পদ্মা নদীতে সাঁড়া থেকে লক্ষীকুন্ডা ফেরার পথে হার্ডিঞ্জ ব্রীজের কিছুটা উজানে হঠাৎ করে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি।

ট্রলার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, ট্রলার বিকল হওয়ার পর পর মাঝিরা ট্রলারটিকে মাঝ নদীতেই নোঙ্গর ফেলে আটকানোর চেষ্টা করলেও পদ্মায় বর্তমানে প্রচুর স্রোতের কারণে তা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। যেকোনো সময় ট্রলারটি স্রোতের টানে ছুটে গিয়ে হার্ডিঞ্জ ব্রিজ অথবা লালন শাহ সেতুর পিলারের ধাক্কা খেয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই তারা সকলেই ভয়ে চিৎকার করতে শুরু করে।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ও নৌ- পুলিশের সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় পিকনিক টিমের সকল সদস্যকে নিরাপদে তীরে নিয়ে আসেন।

/ এস এন

Exit mobile version