Site icon Jamuna Television

যে কারণে পেছলো খালেদা জিয়ার বড়পুকুরিয়া দুর্নীতি মামলার শুনানি

খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানি ধার্য করেছেন আদালত। আজ শুনানি হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।

কেরাণীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন সময় নির্ধারণ করেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Exit mobile version