Site icon Jamuna Television

সরকারি চাকরির বয়সসীমা ৩২ না করা হলে ২৭ আগস্ট থেকে আন্দোলন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

রোববার (২২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। বক্তারা বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর ধরে প্রায় সব ধরনের চাকরির নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে। করোনার মধ্যে চাকরিতে যোগদানের জন্য অস্থায়ীভাবে ২১ মাস সময় বাড়ানো হলেও নির্ধারিত কিছু ব্যক্তি এ সুবিধা পাবেন। অন্যরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বৈষম্যমূলক এ পদ্ধতি প্রত্যাখ্যান করে বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছরে উন্নীত করার দাবি জানান তারা।

দাবি মেনে নেয়া না হলে আগামী ২৭ আগস্ট থেকে রাজধানীর শাহবাগে লাগাতার আন্দোলন শুরু করা হবে। এছাড়া দেশের সকল জেলায় চাকরিপ্রত্যাশীরা আন্দোলন শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

Exit mobile version