Site icon Jamuna Television

করোনা মোকাবিলায় শ্রীলঙ্কায় চলছে ১০ দিনের লকডাউন

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় করোনা মোকাবিলায় চলছে ১০ দিনের লকডাউন। গেলো ২৪ ঘণ্টায় দ্বীপরাষ্ট্রটিতে শনাক্ত হয় ৪ হাজারের মতো সংক্রমণ; মৃত্যুবরণ করেছে কমপক্ষে ২০০ মানুষ।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে এক টেলিভিশনে এক ঘোষণায় স্পষ্ট করেন নতুন বিধিমালা। সে অনুযায়ী সোমবার থেকে শুরু হবে কঠোর রাত্রিকালীন কারফিউ। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত সেটি বহাল থাকবে।

চিকিৎসক, ধর্মগুরু, রাজনীতিক এবং ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় লকডাউন জারির তাগিদ জানান সরকারকে। কারণ করোনা রোগীদের চাপে বেসামাল দেশটির হাসপাতালগুলো। তাদের সঠিক সেবা দেয়ার ওষুধ-সরঞ্জামও নেই প্রশাসনের হাতে।

প্রেসিডেন্ট জানান, দেশের ৪৩ শতাংশ মানুষ এসেছেন ভ্যাকসিনের আওতায়। শ্রীলঙ্কায় করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭ হাজারের বেশি মানুষ; মোট শনাক্ত ৩ লাখ ৮৫ হাজারের বেশি।

ইউএইচ/

Exit mobile version