Site icon Jamuna Television

সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো চীন

সীমান্তবর্তী মরু এলাকায় এবার চীনের পেশি শক্তি প্রদর্শন।

সীমান্তবর্তী মরু এলাকায় এবার পেশি শক্তি প্রদর্শন করলো চীন। নতুন প্রযুক্তির দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনীর ‘মিসাইল ব্রিগেড’ চালিয়েছে এ পরীক্ষা। মূলত সেনা সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ বলে দাবি করেছে পিপলস লিবারেশন আর্মি। একইসাথে শত্রুপক্ষ হামলা চালালে কতো দ্রুত মোকাবিলা করা যায় তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে মহড়ায়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যে হামলা চালাতে সক্ষম।

শুক্রবার সিকিম সীমান্তে বিমান বিধ্বংসী কামান বোফোর্সের মহড়া চালায় ভারত। এরপরই শক্তি প্রদর্শন করলো চীন। ডোকলাম নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিন যাবত সংঘাত চলছে।

ইউএইচ/

Exit mobile version