Site icon Jamuna Television

পরীমণিকে বারবার রিমান্ডে নেয়ার যৌক্তিকতা নেই: শাহরিয়ার কবির

পরীমণির মুক্তির দাবিতে শাহবাগে 'বিক্ষুব্ধ নাগরিক সমাজের' ব্যানারে মানববন্ধন।

পরীমণির মুক্তির দাবিতে শাহবাগে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজের’ ব্যানারে মানববন্ধন হয়েছে। এ সময় ভিডিও বার্তায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, পরীমণি দোষী কিনা তা আদালতের বিষয়। তবে, তাকে বারবার রিমান্ডে নেয়ার যৌক্তিকতা নেই। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি পরীমণির পক্ষে আছে বলেও জানান তিনি।

আরেক ভিডিও বার্তায় মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, পরীমণির জামিন অন্যায়ভাবে দেয়া হয়নি। নিকৃষ্ট ভাষায় আক্রমণ করা হয়েছে। পরীমণিকে আইনজীবীর সাথে কথা বলতে দেয়া হয়নি। এটি মানবাধিকার লঙ্ঘন।

মানববন্ধনে প্রীতিলতা চলচ্চিত্রের নির্মাতা রাশীদ পলাশ বলেন, প্রচলিত আইনে অন্যায় বিচার করে মানসিকভাবে তাকে ভেঙে ফেলা হচ্ছে। পরীমণি চলচ্চিত্র অঙ্গনে ফিরতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

এদিকে, পরীমণিকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় মানবাধিকার কর্মী মঞ্জুর নাহার বলেন, একজন পরীমণি যদি ন্যায়বিচার না পায়, তাহলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে।

ইউএইচ/

Exit mobile version