কক্সবাজারের মহেশখালীতে এবার বাবার হাতে শিশু কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। বাবার নির্যাতন সইতে না পেরে ৫ মার্চ (সোমবার) রাতে ধর্ষিতা শিশু কন্যা গ্রামবাসীর সহায়তায় থানায় আশ্রয় নিয়েছে।
এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত ১১টায় নরপিশাচ বাবাকে আটক করেছে।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, উপজেলার হোয়ানক রাজুয়ার ঘোনা এলাকার জনৈক শামসুল আলম বেশ কিছুদিন ধরে তার ঔরসজাত শিশু কন্যাকে (বয়স ১৩ বছর)’কে জোরপূর্বক যৌন নিপীড়ন করে আসছিল। আজও এভাবে নির্যাতন করায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রাতে গ্রামবাসীর সহায়তায় মেয়েটি থানায় এসে আশ্রয় নেয়।প্রথমিত জিজ্ঞাসাবাদে নিপীড়নের শিকার শিশুটি বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা শামসুল আলমকে আটক করা হয় বলে জানান তিনি।
যমুনা অনলাইন: আরএম

