Site icon Jamuna Television

কাশ্মিরের অবস্থা হবে আফগানিস্তানের মত: মেহবুবা মুফতি

মেহবুবা মুফতি। ছবি: সংগৃহীত

আফগানিস্তান পরিস্থিতি ইঙ্গিত করে ভারতের ক্ষমতাসীন মোদি সরকারকে হুশিয়ারি দিয়েছেন জম্মু ও কাশ্মিরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার ঘোষণায় সেখানে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা থেকে শিক্ষা নিতে দিল্লিকে আহ্বান জানিয়েছেন তিনি।

মোদি সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আপনাদের বারবার বলছি ধৈর্যের পরীক্ষা নেবেন না। পরিস্থিতি বুঝুন এবং নিজেদের শুধরে নিন। কাশ্মীরিদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে মোটেই ভাল হবে না।

কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে বরাবরই সরব বিজেপির সাবেক জোটসঙ্গী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রকে একাধিকবার কাশ্মিরের মানুষ এমনকী পাকিস্তানের সঙ্গেও আলোচনা বসার পরামর্শ দিয়েছেন তিনি।

পিডিপি নেত্রী বলেন, ‘আমেরিকা সুপার পাওয়ার। তার পরেও তাদের আফগানিস্তান থেকে ব্যাগ গুছিয়ে পালাতে হয়েছে। তালেবান তাদের পালাতে বাধ্য করেছে। আপনাদের (কেন্দ্রের) কাছে তো এখনও সময় আছে। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো কাশ্মীর নিয়ে আলোচনা শুরু করুন।

এরপরই হুশিয়ারি উচ্চারণ করে মেহবুবা বলেন, খুব বেশি দেরি হওয়ার আগে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Exit mobile version