Site icon Jamuna Television

শেষ চেষ্টা করবেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি: সংগৃহীত

য়্যুভেন্টাস ছেড়ে অন্য দলে পাড়ি জমানোর গুঞ্জন আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের চেষ্টা করবেন তিনি য়্যুভেন্টাসে খেলেই, জানিয়েছেন এই পর্তুগীজ সুপারস্টার।

চলতি মৌসুম শেষে য়্যুভেন্টাসের সাথে চুক্তি নবায়নের কোনো আলোচনা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদো ও য়্যুভেন্টাসের। তাই চুক্তি শেষে কোন ক্লাবে পাড়ি জমাবেন সিআরসেভেন তা নিয়ে চলছে গুঞ্জন। রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি- অনেক ক্লাবের সাথেই জড়ানো হচ্ছে সিআরসেভেনের নাম।

তাছাড়া য়্যুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও নিশ্চিত করেছেন, গ্রীষ্মকালীন দলবদলে রোনালদোর ক্লাব পাল্টানোর কোনো সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্যে য়্যুভেন্টাসেই থেকে যেতে চান সিআরসেভেন, এমনটিই তিনি জানিয়েছেন গণমাধ্যমকে।

Exit mobile version