Site icon Jamuna Television

খেলোয়াড় তৈরির কাজ ভালোভাবেই করছে বিসিবির পাইপলাইন: প্রধান নির্বাচক

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবির পাইপলাইনে খেলোয়াড় তৈরির কাজ সঠিকভাবে এগুচ্ছে; আফিফ-সোহান-বিপ্লব-মাহেদিরা তার বড় উদাহরণ, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বেশ কয়েকজন ক্রিকেটারকে তৈরি করা হচ্ছে হাই পারফরমেন্স ইউনিটের মাধ্যমে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতের পাইপলাইন আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের।

বাংলাদেশের ক্রিকেটে অসামান্য অবদান রেখেছে মাশরাফী-সাকিব-তামিম-মুশফিক-রিয়াদের ফ্যান্টাস্টিক ফাইভ। ক্রিকেট থেকে বেশ দূরে আছেন এখন মাশরাফী। টেস্ট ক্রিকেট ছেড়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞতায় টইটুম্বুর মুশফিক-তামিম-সাকিবরাও এক সময় থাকবেন না দলে। তাদের বিশাল শূন্যস্থান পূরণের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিসিবি।

এই যেমন গত কয়েকটি সিরিজে আফিফ-সোহান, শরিফুল-শামীম পাটোয়ারীর মত তরুণ ক্রিকেটাররা পারফর্ম করে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। তবে এর পেছনের গল্পটা ভিন্ন। সুদূরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির রাডারে তারা ছিলেন আগে থেকেই। যার শুরুটা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এইচপি ইউনিটে যে ফরম্যাটে প্র্যাকটিস করানো হয়, তাতে কোচদের সাথে নিয়মিতই আমাদের আলোচনা হয় যে কাকে কোন ফরম্যাটে খেলানো হবে। হেলমুট থাকার পরই এভাবে সবকিছু করানো হচ্ছে। সবকিছু মাথায় রেখেই হেলমুটের অধীনে তরুণ ক্রিকেটারদের নার্চারিং করিয়ে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। বয়সভিত্তিক থেকে হাই পারফরমেন্স ইউনিট, সেখান থেকে এ টিম এবং তারপর জাতীয় দল- এই ধারায় পাইপলাইনে আরও বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে আসা সম্ভব হবে।

হাইপারফরম্যান্স কোচ সাইমন হেলমুটের আমল থেকে শুরু জাতীয় দলের জন্য আলাদা করে ক্রিকেটার তৈরি করা হচ্ছে। যার বড় উদাহরণ আমিনুল ইসলাম বিপ্লব। মূলত ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও একজন লেগ স্পিনারের অভাব পূরণে কিভাবে জাতীয় দলের জার্সি গায়ে চাপালেন, সেই গল্প প্রধান নির্বাচকের কন্ঠে।

মিনহাজুল আবেদীন বলেন, বিপ্লবকে কিন্তু আমরা ব্যাটসম্যান হিসেবে এইচপিতে অন্তর্ভুক্ত করেছিলাম। নেটে আমি বিপ্লবকে দেখেছিলাম লেগস্পিন করতে। তারপর হেলমুটকে বলে বিপ্লবকে প্রমোট করা হয়। তারপর পাঠানো হয় ওয়েস্ট ইন্ডিজে। এ থেকেই বিপ্লবের পথচলা।

এছাড়া টেস্টের জন্য এইচপি থেকে তৈরি হয়েছেন ওপেনার সাইফ, সাদমান, এবাদত, খালেদের মতো অনেক ক্রিকেটার। তাই প্রধান নির্বাচকের কথায় আস্থা রাখতে পারেন এদেশের ক্রিকেটামোদীরা।

Exit mobile version