
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
কাবুল বিমানবন্দরে নিঃসন্দেহে আইএস হামলার ঝুঁকি রয়েছে। কিন্তু সেটি মোকাবিলায় নিরাপত্তা কৌশল অবলম্বন করছে মার্কিন ও ন্যাটো বহর।
রোববার এক বিবৃতিতে এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, কাবুল বিমানবন্দরে হামলার যে ঝুঁকি রয়েছে সে ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কারণ তালেবান আর আইএস দীর্ঘদিনের শত্রু। অথচ সেখানে হাজার-হাজার বিদেশি সেনা আর নিরপরাধ আফগান রয়েছেন। তাদের প্রাণরক্ষায় নিরাপত্তা কৌশলে আনা হয়েছে পরিবর্তন।
বাইডেন বলেন, এরইমধ্যে কাবুল বিমানবন্দরে বাড়ানো হয়েছে সেফজোনের পরিধি। উঁচু দেয়াল
ও কাঁটাতার এড়াতে বিকল্প প্রবেশপথ বানিয়েছে ন্যাটো। শিগগিরই উদ্ধার অভিযানে যুক্ত হবে বেশকিছু বাণিজ্যিক বিমানও।
ইউএইচ/



Leave a reply