Site icon Jamuna Television

‘পানশির’ উদ্ধারে এগোচ্ছে কয়েক হাজার সশস্ত্র তালেবান সদস্য

বিরোধী জোটের নিয়ন্ত্রণাধীন 'পানশির উপত্যকা' উদ্ধারে এগোচ্ছে কয়েক হাজার সশস্ত্র সদস্য।

বিরোধী জোটের নিয়ন্ত্রণাধীন ‘পানশির উপত্যকা’ উদ্ধারে এগোচ্ছে কয়েক হাজার সশস্ত্র সদস্য।রোববার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে তালেবান।

জানায়- স্থানীয় রাজনীতিক এবং কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ওই উপত্যকা হস্তান্তরে রাজি হচ্ছে না। এ কারণেই সেটি দখলে অগ্রসর হচ্ছে তালেবান। রোববারই এলাকাটির নিয়ন্ত্রণ ধরে রাখা তালেবান বিরোধী নেতা আহমেদ মাসুদ সমঝোতা আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি বলেন, সংকট সমাধানে সংলাপের কোনো বিকল্প নেই। তবুও তালেবান রাজি না হলে লড়াই’র জন্য তার যোদ্ধারা প্রস্তুত- এমন হুমকিও দিয়েছেন মাসুদ।

আফগানিস্তানের প্রায় সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পানশির দখলে নিতে পারেনি তালেবান। সেখান থেকেই প্রতিরোধের ডাক দিয়েছেন আশরাফ ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। রোববারও চারপাশের ৩টি জেলা তালেবানের দখলমুক্ত করে এই বিরোধী জোট।

ইউএইচ/

Exit mobile version