Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪৪ লাখ ৪৪ হাজার

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়ালো ৪৪ লাখ ৪৪ হাজার। রোববারও করোনায় ৮ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে কমেছে দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তের পরিমাণ। দেড় মাস পর ২৪ ঘণ্টায় দেশটির ৩০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। গেলো বছর মার্চের পর দিনে সর্বনিম্ন ১৯৮ জনের মৃত্যু দেখলো মার্কিন মুলুক।

রোববার করোনায় মেক্সিকোয় ৮৪৭ জন, ইরানে ৬৮৪ জন, রাশিয়ায় ৭৬২ জন, ভারতে ৩৮৫ জন ও ব্রাজিলে ৩৩১ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

এদিন সাড়ে ৪ লাখ মানুষের শরীরে নতুনভাবে মিলেছে করোনাভাইরাস। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো সোয়া ২১ কোটির বেশি।

ইউএইচ/

Exit mobile version