Site icon Jamuna Television

গিনাব্রির জোড়া গোলে জয় পেয়েছে বায়ার্ন

ছবি: সংগৃহীত

লিগের ২য় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো বায়ার্ন মিউনিখ। গিনাব্রির জোড়া গোলে তারা ৩-২ গোলে হারিয়েছে কোলনকে।

মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় প্রথমার্ধের গোল শূন্যের পর আগের ম্যাচের মত ড্রয়ের শঙ্কা জাগে বাভারিয়ানদের। তবে ৫০ মিনিটে জামাল মুসিয়ালার পাস থেকে দলকে এগিয়ে নেন রবার্ট লেভানডভস্কি। আট মিনিট পর গিনাব্রির গোলে ২-০’তে এগিয়ে যায় বায়ার্ন। তবে দুই মিনিটের ব্যবধানে কোলন দুই গোল দিলে জমে ওঠে ম্যাচ। ৬০ মিনিটে মদেস্তে আর ৬২ মিনিটে মার্ক উথের গোলে স্কোর লাইন ২-২ করে কোলন।

অবশ্য ৭১ মিনিটে গিনাব্রির শট জাল খুঁজে পেলে আবারও ম্যাচে ফেরে বায়ার্ন। শেষ দিকে মুলার-লেভানডভস্কির চেষ্টা ব্যর্থ হলেও মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

ইউএইচ/

Exit mobile version