Site icon Jamuna Television

ড. জাফর ইকবাল হত্যাচেষ্টায় শিক্ষার্থীদের প্রতিবাদ

ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মানবববন্ধন করবে গণজাগরণ মঞ্চ। এছাড়া আগামী পরশু বিক্ষোভ কর্মসূচিও রয়েছে সংগঠনটির।

এদিকে, ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও তাঁর সুস্থতা কামনা করে, অভিনব কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

সোমবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় চত্বর ও ভবনে কয়েক হাজার মোমবাতি জ্বালিয়ে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শ্লোগান দেয়।

হামলায় জড়িত মূল হোতাদের দ্রুত শাস্তির আহ্বান জানায় তারা। পরে ড. মুহম্মদ জাফর ইকবালের সুস্থতা কামনা করে ৫ মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Exit mobile version