Site icon Jamuna Television

‘মেসিহীন বার্সেলোনাকে আগের মত ভয় পাচ্ছে না প্রতিপক্ষ’

লিওনেল মেসি ও বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। ছবি: সংগৃহীত

মেসিহীন বার্সেলোনাকে আর আগের মত ভয় পাচ্ছে না প্রতিপক্ষ। এবার অকপটে সেটি স্বীকার করলেন কোচ রোনাল্ড কোম্যান। বললেন এই রূঢ় সত্য মেনে নিয়েই ভবিষ্যতে পথ চলতে হবে বার্সেলোনাকে।

মৌসুমে অনেক কঠিন সময় অপেক্ষা করছে স্প্যানিশ জায়ান্টদের জন্য এমনটাই বলছেন কোচ নিজেই। মাত্র মাস চারেক আগে স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। লিওনেল মেসি করেছিলেন জোড়া গোল। আর সেই বার্সা এখন মেসিহীন। লিগের দ্বিতীয় ম্যাচেই সেই বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েছে কাতালানরা।

স্প্যানিশ লিগে যে প্রভাব আর দাপট এতদিন ছিল বার্সেলোনার, সেটি কি তবে শেষ? মেসি জুজুতে কুঁকড়ে থাকতো প্রতিপক্ষ, এবার সেই কথা অকপটে স্বীকারও করেছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান।

বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেন, মেসির বিষয়ে বারবার কথা বলতে আমার বিরক্ত লাগছে এখন। এটা রূঢ় সত্য মেসি পৃথিবীর সেরা ফুটবলার। ও যখন বার্সায় ছিল প্রতিপক্ষ খুব ভয় পেতো আমাদের। আমরাও স্বস্তিতে থাকতাম, কারণ ও বল পেলে প্রতিপক্ষ হয়রান হয়ে যেত। সেটি এখন আর হচ্ছে না! বাস্তবতা মেনে নিতেই হচ্ছে।

শুধু কোম্যান কেন, তাবৎ ফুটবল বোদ্ধাই মনে করেন লিওনেল মেসি একজন সম্পূর্ণ ফুটবলার।তার খেলায় রয়েছে বহুমাত্রিকতা। প্রতিপক্ষের ডি-বক্সে তিনি সবচেয়ে ভয়ঙ্কর ফুটবলার। নিজে তো গোল করেনই, অন্যকে দিয়েও গোল করান। ফাঁক-ফোকর তৈরিতে ওস্তাদ মেসি। শুধু ফরোয়ার্ড না, একজন উইঙ্গারের কাজটিও দারুণভাবে করেন তিনি।

আর তাইতো এমন একজনকে হারিয়ে বার্সেলোনা এখন খর্ব শক্তির; যার সুযোগ নিতে তৈরি হচ্ছে রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো তো বটেই, এমনকি তাদের চেয়ে খর্ব শক্তির ক্লাবগুলোও।

ইউএইচ/

Exit mobile version