Site icon Jamuna Television

স্কুল-কলেজে অস্ত্র হাতে ঘুরবেন শিক্ষকরা

ফ্লোরিডার শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে অস্ত্রবহন করতে পারবেন, শিক্ষকরা। সোমবার, এমন অনুমোদন দিয়ে রাজ্যটির সিনেটে পাস হলো একটি প্রস্তাব।

অঙ্গরাজ্যের কংগ্রেসে ভোটাভুটিতে ২০ আইনপ্রণেতা ছিলেন প্রস্তাবের পক্ষে। বিপক্ষে ভোট দেন ১৮ সিনেটর। ‘স্কুল নিরাপত্তা বিল’-এ স্বয়ংক্রিয় রাইফেল বিক্রির ওপর নতুন বিধিনিষেধের পাশাপাশি শিক্ষকদের অস্ত্রবহনের অনুমতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যকেন্দ্র রাখার প্রস্তাব দেয়া হয়।

অস্ত্র কেনার জন্য বয়সসীমা ১৮ থেকে ২১ উন্নীত করার পরও অনেক আইনপ্রণেতা খুশি নন। তাদের অভিযোগ, শুধু এরমাধ্যমে ঠেকানো যাবে না অবৈধভাবে অস্ত্র বিক্রির হার। ভ্যালেন্টাইনস ডে’তে পার্কল্যান্ডের ‘মেজোরিটি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে হত্যা করা হয় ১৭ জনকে। হামলাকারী ঐ স্কুলের বহিষ্কৃত শিক্ষার্থী।

Exit mobile version