Site icon Jamuna Television

পিসিবির চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা!

রমিজ রাজা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা হতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরবর্তী চেয়ারম্যান। এমন গুঞ্জনই আছে পাকিস্তানি গণমাধ্যমে।

পিসিবির বর্তমান চেয়ারম্যান এহসান মানির মেয়াদের সময় শেষের দিকে। আর এরপর বয়স বিবেচনা ও স্বাস্থ্যগত কারণে এই পদে থাকতে চান না এহসান। তাই তার উত্তরসূরি হিসাবে এই পদে নাম এসেছে এহসান মানির সতীর্থ রমিজ রাজার।

পিসিবি চেয়ারম্যান পদের জন্য রমিজ রাজার সাথে আরেকটি নাম জমা দেয়া হয়েছে। সেই নামটা কার, তা এখনো জানা যায়নি। কিন্তু দুই জনের মধ্যে রমিজ রাজাই পদটির জন্য বেশ এগিয়ে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রমিজ রাজা।

ইউএইচ/

Exit mobile version