Site icon Jamuna Television

আফগান পরিস্থিতি নিয়ে রইসি-পুতিন ফোনালাপ

আফগানিস্তান ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন রইসি ও পুতিন।

আফগান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এসময় তারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

এ ফোনালাপে দুই প্রেসিডেন্ট ঘোষণা করেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে তারা প্রস্তুত।

ফোনালাপে প্রেসিডেন্ট রইসি বলেন, আফগানিস্তানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ইরান সবসময় অগ্রাধিকার দিয়েছে। আফগানিস্তানের সব পক্ষ দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগকে কাজে লাগিয়ে তাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে বলে তেহরান আশা করে।

ফোনালাপে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপরও জোর দেন ইব্রাহিম রাইসি। বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে রাশিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্ক তৈরির ব্যাপারটি সবসময়ই অগ্রাধিকার পেয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করে আমরা পারস্পারিক সহযোগিতার দ্বার উন্মোচন করতে চাই। তিনি সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের সদস্যপদ লাভে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

/এসএইচ

Exit mobile version