Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা সাড়ে ৫ হাজার ডলার!

বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি না মানলে ৫ হাজার ডলার জরিমানা করা হবে, প্রয়োজনে বৃদ্ধি করা হতে পারে জরিমানার অঙ্ক।

করোনামহামারির বিস্তার ও ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে সাড়ে পাঁচ হাজার ডলার জরিমানা গুনতে হবে দেশটিতে। মিথ্যা তথ্য দিয়ে কোয়ারেন্টিনে না থাকলে বা স্বাস্থ্যবিধি অমান্য করলে অর্থদণ্ডে দণ্ডিত করার ঘোষণা দেয়া হয়েছে।

এ ছাড়া জেনেশুনে কোনো বিদেশি করোনাভাইরাস নিয়ে দেশটিতে আসলে তাকেও এ অর্থদণ্ড দিতে হবে বলে জানিয়েছে সংযুক্রত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া করোনায় আক্রান্ত কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাইরে বের হলে প্রাণঘাতী এ ভাইরাস ছড়ানোর অভিযোগে তার জরিমানার অঙ্ক দ্বিগুণ করা হবে।

এ ছাড়া একই ফ্ল্যাটে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে বসবাসকারীদেরও এ শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এসএইচ

Exit mobile version