Site icon Jamuna Television

নিজঘর থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি। ছবি: সংগৃহীত

তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) গোয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন জ্যাভি।

ইন্ডিয়া গ্লিটজ এর রিপোর্ট অনুযায়ী, উত্তর গোয়ার একটি গ্রামে থাকেন তিনি। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন।

২০১৯ সালে যৌন হেনস্থার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন এই নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইউএইচ/

Exit mobile version