Site icon Jamuna Television

পাবজি খেলতে খেলতে ট্রেনে কাটা পড়লো ৪ কিশোর, মুহূর্তেই দেহ ছিন্নভিন্ন

ছবি: প্রতীকী

পাবজি-ফ্রি ফায়ার গেম খেলতে খেলতেই ট্রেনের ট্রেনে কাটা পড়ে চার কিশোরে মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেল লাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেল লাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন। কিন্তু চার কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয় তাদের।

খবরে বলা হয়, মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চারটি দেহ। ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু তখন আর কিছুই করার নেই। রেল লাইন জুড়ে শুধুই রক্তাক্ত ক্ষতবিক্ষত ছিন্ন-বিচ্ছিন্ন দেহাংশ। খবর পেয়ে তখন রেল পুলিশ সেখানে উপস্থিত হয়। নিহত ওই চার কিশোর চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা।

ইউএইচ/

Exit mobile version