Site icon Jamuna Television

স্ত্রীকে হত্যার তিন দিন পর স্বামীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যা করার তিন দিন পর স্বামী আলফাজ মিয়ার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৩ আগস্ট) উপজেলার তার নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আলফাজ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, গত ২০ আগস্ট আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে আলফাজের স্ত্রী বানু বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রধান আসামি ছিলেন স্বামী আলফাজ মিয়া।

আজ সোমবার (২৩ আগস্ট) সকালে আলফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে সে আত্মহত্যা করেছে।

/এসএইচ

Exit mobile version