Site icon Jamuna Television

নওগাঁয় অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ২

রাজশাহী ব্যুরো:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার থেকে ছয়টি অবৈধ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহীর র‍্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি বিদেশি রিভালবার, পাঁচটি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলিসহ হৃদয় ও শিশির নামের দুজনকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃতদের তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায়। র‍্যাব বলছে, গ্রেফতারকৃতরা শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে অস্ত্রগুলো কিনে তারা অটোরিকশায় নওগাঁ যাচ্ছিল। সেখান থেকে অস্ত্রগুলো ট্রাকে করে বগুড়া নিয়ে যাওয়ার কথা ছিলো।

Exit mobile version