Site icon Jamuna Television

দুর্নীতির অভিযোগে তিতাস ও পেট্রোবাংলার ২০ কর্মকর্তাকে দুদকের তলব

ফাইল ছবি।

দুর্নীতির অভিযোগে তিতাস ও পেট্রোবাংলার ২০ জনকে কর্মকর্তাকে তলব করেছে দুদক। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগের তদন্ত করছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযােগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড এর ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।

এর আগে, মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে তলব করে তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছিল। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহকৃত রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। বাকী ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৫-৮ সেপ্টেম্বর এর মধ্যে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য প্রদানের জন্য নােটিশ জারী করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version