Site icon Jamuna Television

সকালে বাবা দেখাশোনা করবে, বিকেলে মা; জাপানি মায়ের শিশুদের বিষয়ে হাইকোর্ট

আলোচিত জাপানি মায়ের দুই শিশু আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে। হাইকোর্টের আদেশ অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে বাবা। আর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখাশোনা করতে পারবে তাদের মা।

সোমবার (২৩ আগস্ট) জাপানের নাগরিক নাকানো এরিকোর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এমন সিদ্ধান্ত জানান। এর আগে, শিশুদের বাবার তত্ত্বাবধায়ন থেকে পুলিশের অপরাদ তদন্ত বিভাগ, সিআইডি তাদের তুলে নিয়ে আসে। সিআইডি জানিয়েছে, শিশুদের বাবা তাদের আদালতে হাজির করবেন না বলে তথ্য ছিল বলেই বনানীর বাসা থেকে শিশুদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। রোববার দিবাগত রাতেও তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

ঢাকা এসে ১৯ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন নাকানো এরিকো। মেয়েদের বাবা বাংলাদেশি শরীফ ইমরানের কাছ থেকে সন্তানদের নিজের জিম্মায় পাওয়ার আবেদন করেন তিনি।

আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ৩১ আগস্ট ওই দুই শিশুকে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন। গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শিশুদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া শিশুদের নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের বাবা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য ৩০ দিনের নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

Exit mobile version