Site icon Jamuna Television

বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান

বলিউডের তারকা ইরফান খান বিরল রোগে আক্রান্ত। সোমবার নিজেই একটি টুইটে এই তথ্য দেন। এ খবর শোনার পরই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে ইরফান খান কি রোগে আক্রান্ত তা স্পষ্ট করে বলেনি।

ইরফান খান টুইটে জানান, ‘এক এক সময় জীবন অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেয়। গত ১৫ দিন ধরে আমি একটি রহস্যের মধ্যে যাচ্ছি। বিরল গল্পের খোঁজে করতে করতে যে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনও ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়ে যাব।’

তবে ইরফান খান  তার এই রোগ নিয়ে অহেতুক জল্পনা না করতে অনুরোধ করেছেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে নির্দিষ্টভাবে রোগটির কথা জানতে পারলে তিনিই সবাইকে বিষয়টি জানাবেন। তার সাথে তাঁর পরিবার ও বন্ধুরা পাশে রয়েছেন বলেও জানান তিনি।

Exit mobile version