Site icon Jamuna Television

বাবার লাশের পাশে কাঁদতে কাঁদতে ছেলের মৃত্যু

গোলাম কিবরিয়া ও রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান চিকিৎসক ছেলে। ঘটনায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২২ আগস্ট) এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার (৭০) এবং তার ছেলে গ্রাম্য চিকিৎসক মো. রুবেল মিয়া (৩৫)।

পরিবার ও স্বজনদের সাথে কথে বলে জানা গেছে, শিক্ষক গোলাম কিবরিয়া (দিলু মাস্টার) দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। অবসরের পর থেকে তিনি বাড়িতেই থাকতেন। তার ছেলে মো. রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।

স্বজনরা আরও জানান, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হলে তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

ওই রাতেই অ্যাম্বুলেন্সে করে বাবার লাশ নিয়ে বাড়িতে আসেন রুবেল মিয়া। বাড়ি ফেরার পর কান্নাকাটির একপর্যায়ে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পরেও জ্ঞান না ফেরায় রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। ততক্ষণে ছেলে রুবেল মিয়াও চলে যান না ফেরার দেশে।

সোমবার বাবা-ছেলে দু’জনের দাফন সম্পন্ন করা হয়েছে মথুরাপুর গ্রামে।

Exit mobile version