Site icon Jamuna Television

উদযাপনের পর বাতিল রোনালদোর গোল, য়্যুভেন্টাসের ড্র

গোল উদযাপনের মাঝপথে রোনালদোর দেখেন, গোল হয়েছে বাতিল। ছবি: সংগৃহীত

ম্যাচের অতিরিক্ত সময়ে দারুণ হেডে ট্রেডমার্ক গোল করলেন সিআরসেভেন। জয়সূচক গোলের পর ভোঁ দৌড় এবং ট্রেডমার্ক সেলিব্রেশন, সবই হলো। তবে এতোক্ষণে সবার চোখে পড়লো, লাইন্সম্যান উঁচিয়ে ধরেছেন অফসাইডের পতাকা। জার্সি খুলেছেন বলে উল্টো হলুদ কার্ডও দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামান্য ব্যবধানে জয়কে স্পর্শ করা হলো না বলে হতাশ য়্যুভেন্টাস।

গোলরক্ষক শেজনির দুই দফায় ভুলের খেসারত দিয়েছে য়্যুভেন্টাস। দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত উদিনেসের সাথে ২-২ গোলে ড্র নিয়ে মৌসুম শুরু করলো ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল।

গেলো মৌসুমে ইন্টারের কাছে লিগ শিরোপা হারানো য়্যুভেন্টাস এই মৌসুমে শিরোপা ফিরে পেতে মরিয়া। সে লক্ষ্যে নতুন কোচ আলেগ্রির অধীনে প্রথম ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। স্কোর শিটে নাম তোলেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান ২-০ করেন কুয়াদ্রাদো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় উদিনেস। ৫০ মিনিটে টোলগে আলী আরসলানের শট হাত ফসকে বেরিয়ে যায় শেজনির। এরপর বল ফেরাতে গিয়ে ফাউল করে উদিনেসকে পেনাল্টি উপহার দেন এই গোলরক্ষক। স্পট কিক থেকে ব্যবধান কমান পেরেইরা।

৮৩ মিনিটে ব্যাক পাস থেকে বলের নিয়ন্ত্রিত হারান য়্যুভেন্টাসের পোলিশ গোলরক্ষক শেজনি। সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান দেউলোফেউ। ম্যাচের অতিরিক্ত সময়ে রোনালদোর গোল অফসাইডে বাতিল হলে ড্র দিয়ে মৌসুম শুরু করতে হলো য়্যুভেন্টাসকে।

Exit mobile version