Site icon Jamuna Television

পিসিবির চেয়ারম্যান রমিজ হলে কেমন হবে বিসিবি-পিসিবি সম্পর্ক?

ছবি: সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে রমিজ রাজা হতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরবর্তী চেয়ারম্যান। পাকিস্তানি গণমাধ্যমের মতে, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছেন রমিজের নাম। বারবার বাংলাদেশি ক্রিকেটার এবং ক্রিকেট নিয়ে কটূক্তি করা রমিজ পিসিবি প্রেসিডেন্ট হলে, কোন দিকে যেতে চলেছে বিসিবি-পিসিবি সম্পর্ক?

২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া তামিম ইকবাল ইংরেজী জানেন কি না, ২০১৬ তে এসেও তা জানতেন না রমিজ রাজা। সত্যিই তিনি তা জানতেন না নাকি জেনেও না জানার ভান করছিলেন এই পাকিস্তানি ধারাভাষ্যকার, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। ধারাভাষ্যকক্ষে বিভিন্ন সময় বাংলাদেশ দল নিয়ে তার কটূক্তি হয়েছে সমালোচিত। ২০১৫ তে খুলনা টেস্টে ওয়াহাব রিয়াজের সাথে সাকিবের বাদানুবাদে জড়িয়ে পড়ার ঘটনার পর রমিজ কটূক্তি করে বলেছিলেন, এমনও দিন দেখতে হল যে বাংলাদেশের কেউ পাকিস্তানিদের চোখে চোখ রেখে কথা বলছে!

এমনকি সে বছর বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের শুরু থেকেই ধারাভাষ্যে রমিজ ইঙ্গিত দিচ্ছিলেন বাংলাদেশ নাকি আফগানিস্তানের সাথে ভয়ে ভয়ে খেলছে।

বাংলাদেশি ক্রিকেট ভক্তদের চক্ষুশূল রমিজ রাজা এবার সম্ভবত হতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। বর্তমান পিসিবি চেয়ারম্যান এহসান মানির মেয়াদকাল শেষের দিকে। তাছাড়া বয়স এবং স্বাস্থ্যগত কারণে তার মেয়াদ না বাড়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে নতুন কাউকে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের মতে, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে নাকি পিসিবির চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে চূড়ান্ত করে ফেলেছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে একদফা বৈঠকও হয়েছে রমিজ রাজার। তার মানে ধরে নেয়াই যায়, সব কিছু ঠিক থাকলে রমিজই হতে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরবর্তী চেয়ারম্যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসছে পাকিস্তান। ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের ব্যাপারে রমিজ রাজার খুব একটা আন্তরিকতা চোখে পড়ে না। এবার যদি পিসিবি চেয়ারম্যানের শক্ত গদিটা পেয়েই যান তাহলে দেখার বিষয়, রমিজের পিসিবি’র সাথে কেমন সম্পর্ক হতে চলেছে বিসিবি’র।

Exit mobile version