Site icon Jamuna Television

অন্যায় করা হচ্ছে আমার সঙ্গে, সময় হলে সত্য সামনে চলে আসবে: নিউইয়র্কের গভর্নর

নিউইয়র্কের গভর্নর দাবি করেন তার সাথে অন্যায়, অবিচার করা হচ্ছে

ছবি: সংগৃহীত

নিজের সাথে অন্যায় এবং অবিচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবার বিদায়ী ভাষণে তিনি বলেন, আদালতে সত্যতা প্রমাণ হওয়ার আগের তার বিরুদ্ধে নিন্দা ছড়ানো হয়েছে।

যার মাধ্যমে বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দীর্ঘদিন নিউইয়র্কবাসীর সেবা করে গেছেন তিনি। সুযোগ পেলে সেবা করে যেতে চান বলে জানান।

১১ জন নারীকে যৌন হয়রানির অভিযোগে গেলো ১০ আগস্ট দায়িত্ব থেকে পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুমো। ২০১১ সাল থেকে নিউইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

১৬৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিজের অফিসের বর্তমান এবং সাবেক নারী কর্মীদের গায়ে হাত দেয়া, চুমু দেয়া অথবা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এর জেরে শার্লট ব্যানেট নামের এর ভুক্তভোগি অভিযোগ দায়ের করেন।

নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, যে কোন বিষয় নিয়ে যে কারোরই অধিকার আছে অভিযোগ দায়ের করার। কিন্তু সেটা এখনও যাচাই এবং প্রমাণের প্রক্রিয়াধীন। তার আগেরই রাজনৈতিক ভাবে চাপে রাখা হয়েছে এবং মিডিয়া এর বিচার করে ফেলছে। এটা অন্যায় করা হচ্ছে আমার সাথে। সময় হলে সব সত্য সামনে চলে আসবে।

এনএনআর/

Exit mobile version