Site icon Jamuna Television

আফগানিস্তান থেকে সেনা সরবে কবে ২৪ ঘণ্টার মধ্যে জানাবেন বাইডেন

আফগানিস্তান থেকে সেনা সরবে কবে ২৪ ঘণ্টার মধ্যে জানাবেন বাইডেন

ছবি: সংগৃহীত

৩১ আগস্ট নির্ধারিত সময়ের মধ্যেই সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে চায় যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়ে পেন্টাগন বলছে, এমন সিদ্ধান্ত পরিবর্তনের কোন পরিকল্পনা নেই এখন পর্যন্ত।

তবে প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্যও দেয়া হয়েছে।

তালেবান বলছে, চুক্তি অমান্য করে কোন কালক্ষেপনের সুযোগ নেই।

হোয়াইট হাউজের দাবি, সোমবার ১২ ঘণ্টায় কাবুল বিমানবন্দর থেকে ১০ হাজার ৯শ’ জনকে উদ্ধার করেছে তারা। এছাড়া ১৪ই আগস্ট থেকে উদ্ধার করা হয়েছে ৪৮ হাজার মানুষকে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যানের দাবি, কাবুল বিমানবন্দে নিরাপত্তা এবং উদ্ধার কাজে নতুন করে ৫ হাজার ৮শ’ সেনা মোতায়নের পরিকল্পনা বাতিল করা হয়েছে।

এনএনআর/

Exit mobile version