Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে খুলে দেয়া হল শিক্ষা প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে খুলে দেয়া হল শিক্ষা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝেই খুলে দেয়া হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও টেক্সাস অঙ্গরাজ্যের স্কুলগুলো। সোমবার থেকে ক্লাসরুমে ফিরেছে শিক্ষার্থীরা।

তবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল স্টাফদের জন্য। ভ্যাকসিনের আওতায়ও আনা হচ্ছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে। মূলত, শিক্ষার্থীদের সুরক্ষার নিশ্চিতে নেয়া হয়েছে এসব উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি চলছে নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটনসহ বেশ কয়েকটি জায়গায়।

এর আগে মাস্ক ব্যবহারে শিথিলতা জারি করলেও, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে আনা হয়েছে পরিবর্তন। আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনাও জারি করা হয়েছে। মাস্ক ব্যবহার ও টিকার বিষয়ে এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

এনএনআর/

Exit mobile version